বাঙ্গালী
Friday 26th of April 2024
0
نفر 0

অভিবাসী মা এবং শিশুকে আলাদা করে ফেলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আবনা ডেস্ক: অবৈধ পথে সীমান্ত অতিক্রমকারী মা এবং শিশুকে আলাদা করে ফেলার বিষয়ে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে এ ধরণের নির্মম এবং মানবতা বিরোধী পদক্ষেপের বিষয় বিবেচনা করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি।
তিন মার্কিন কর্মকর্তা এ পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। এ পরিকল্পনা অনুযায়ী ফেরৎ পাঠানোর বা আশ্রয় দেয়ার বিষয় বিবেচনার লক্ষ্যে মাকে আটক রাখা হবে।
আর মার্কিন স্বাস্থ্য এবং মানবিক সেবা বিভাগের হেফাজতে থাকবে শিশু। এখান থেকে লালন-পালনের জন্য আমেরিকায় অবস্থিত স্বজনরা বা রাষ্ট্র নিয়োজিত অভিভাবক শিশুকে নিতে পারবেন।
বর্তমানে পরিবারসহ আটক অবৈধ অভিবাসীদের দ্রুত মুক্তি দেয়া হয়। এ ছাড়া, ফেরৎ পাঠানো বা আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেয়ার সময় পর্যন্ত তাদেরকে আমেরিকায় থাকতে দেয়া হয়। বর্তমানে শিশুদের দীর্ঘ দিন আটক রাখা হয় না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প এ ভাবে অবৈধ অভিবাসীদের ‘ধরে ছেড়ে’ দেয়ার কথিত নীতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কুবানির পাশ্ববর্তী গ্রামগুলো ...
হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব ...
উত্তর ও পূর্ব সীমান্ত বন্ধ করে ...
তিনি কখনোই নিজের কাজ স্ত্রী ও ...
বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সৌদি ঘাঁটিতে ব্যালিস্টিক ...
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে ...
সৌদি মদদপুষ্ট পক্ষ ইয়েমেনের ...

 
user comment