বাঙ্গালী
Friday 26th of April 2024
0
نفر 0

রাকায় আবু বকর আল-বাগদাদি নিহত!

কথিত পশ্চিমা জোটের হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করা হয়েছে দায়েশের ওয়েব সাইটে। গত ৫ই রমজানে রাকায় চালানো বিমান হামলা বাগদাদি নিহত হন।
রাকায় আবু বকর আল-বাগদাদি নিহত!
কথিত পশ্চিমা জোটের হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করা হয়েছে দায়েশের ওয়েব সাইটে। গত ৫ই রমজানে রাকায় চালানো বিমান হামলা বাগদাদি নিহত হন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) সাথে সম্পৃক্ত ওয়েব সাইটে দাবী করা হয়েছে যে, সন্ত্রাসী এ গোষ্ঠির শীর্ষ নেতা গত ৫ রমজান সিরিয়ার রাকা শহরের উপর কথিত পশ্চিমা জোটের দায়েশ বিরোধী অভিযানে নিহত হয়েছেন।

দায়েশের সাথে সম্পৃক্ত আ’মাক ওয়েব সাইটের আরবি পেইজে এ খবর প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আবু বকর আল-বাগদাদি গত ৫ রমজান রাকা শহরের উপর পশ্চিমা জোটের বিমান হামলায় নিহত হয়েছেন।

দায়েশের ওয়েব সাইটে এমন দাবী করা হলেও গত বছর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি পশ্চিমা জোটের বিমান হামলায় আল-বাগদাদির নিহত হওয়ার বিষয়ে বলেছিলেন: এ পর্যন্ত দায়েশ শীর্ষ নেতার নিহত হওয়ার বিষয়ে আমরা কোন প্রমাণ পাইনি। কিন্তু তিনি বহুদিন যাবত মিডিয়ার সামনে আসেননি এবং তার কোন নতুন ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি।

এতদসত্ত্বেও মার্কিন কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, আবু বকর আল-বাগদাদির অবস্থানের স্থান সম্পর্কে তাদের হাতে নিশ্চিত কোন তথ্য নেই। অন্যদিকে দায়েশ শীর্ষ নেতা সর্বদা তার অবস্থান গোপন রাখার চেষ্টা করেন এবং ঘন ঘন স্থান পরিবর্তন করেন।

বলাবাহুল্য, পশ্চিমা জোটের বিমান হামলায় আল-বাগদাদির নিহত হওয়া সংবাদ অপ্রত্যাশিত নয়। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এ সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না যে, শীর্ষ এ সন্ত্রাসী নিজের স্থান পরিবর্তন করেছেন এবং তার নিহত হওয়ার সংবাদটি দায়েশ বিরোধী দলগুলোর মনোসংযোগকে অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ আরো দাবী করেছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে আবু বকর আল-বাগদাদি অন্তত ২ বার ইরাকে দায়েশ হেডকোয়ার্টারে –ইরাকের মসুল শহরে- সফর করেছেন এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

খুলে দেয়া হল হিন্দু এলাকার একটি ...
মিসরে তাপদাহে ২১ জনের মৃত্যু
মা সম্পর্কিত কতিপয় হাদিস
খাঁটি ইসলামের সঙ্গে কুফরি শক্তির ...
যশোরে ইমাম বাকির (আ.) এর ...
ড্রোন ভূপাতিত করে সৌদি হামলার ...
৪৭২ কন্যার গর্বিত পিতা যিনি
মাদাগাস্কারে মিলাদুন্নাবি (স.) ...
বিশ্বশক্তি চায় খণ্ড খণ্ড সিরিয়া
ইরান দুর্বল হলে বাড়বে আঞ্চলিক ...

 
user comment