বাঙ্গালী
Saturday 27th of April 2024
0
نفر 0

খাজা মঈনুদ্দিন চিশতী’র দরগায় মোদির পক্ষে চাদর চড়ালেন নাকভি

আবনা ডেস্ক : ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.)র দরগাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে চাদর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। গতকাল (রোববার) দুপুর পৌনে বারোটা নাগাদ নাখভি এবং তার অন্যান্য সাথীরা
খাজা মঈনুদ্দিন চিশতী’র দরগায় মোদির পক্ষে চাদর চড়ালেন নাকভি

আবনা ডেস্ক : ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.)র দরগাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে চাদর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। গতকাল (রোববার) দুপুর পৌনে বারোটা নাগাদ নাখভি এবং তার অন্যান্য সাথীরা মখমলের চাদর এবং ফুল নিয়ে নিজাম গেটে পৌঁছান। মন্ত্রী এদিন ধানমান্ডি থেকে নিজাম গেট পর্যন্ত বিশেষ ঘেরাটোপের মধ্যে পায়ে হেঁটে আসেন। নিজাম গেটে মন্ত্রীকে স্বাগত জানান দরগাহ কমিটির প্রেসিডেন্ট আসরার আহমদ খান এবং আঞ্জুমানের পদাধিকারীরা।
কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বুলন্দ দরজা, মহফিল খানা, জান্নাতি দরজা হয়ে মাজার শরীফে পৌঁছান। এখানে মাজারের খাদিম আব্দুল বারি চিশতী নাকভিকে মাজার জিয়ারত করান এবং চাদর চড়ান।
এ বছর খাজা মঈনুদ্দিন চিশতী (র.)র ৮০৪ তম উরস পালিত হচ্ছে। আজ প্রধানমন্ত্রীর দেয়া বার্তা পড়ে শোনান মুখতার আব্বাস নাকভি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮০৪ তম উরস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে। এক বার্তায় তিনি বলেছেন, ভারতে সামাজিক সম্প্রীতিই ভারতের সমৃদ্ধির গ্যারান্টি।
প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘খাজা মঈনুদ্দিন চিশতী আমাদের দেশের মহান সুফি ঐতিহ্যের অনন্য উদাহরণ। গরীব নওয়াজ যেভাবে মানবতার সেবাকে ইবাদতের উত্তম রূপ হিসেবে মনে করেছিলেন, তা আজো আমাদের জন্য প্রেরণার উৎস। বার্ষিক ওরস বিশ্বে শান্তি এবং সমৃদ্ধির বার্তা বয়ে এনেছে। ওরসের সফল আয়োজনের জন্য রইল শুভকামনা।’#



source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কুবানির পাশ্ববর্তী গ্রামগুলো ...
হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব ...
উত্তর ও পূর্ব সীমান্ত বন্ধ করে ...
তিনি কখনোই নিজের কাজ স্ত্রী ও ...
বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সৌদি ঘাঁটিতে ব্যালিস্টিক ...
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে ...
সৌদি মদদপুষ্ট পক্ষ ইয়েমেনের ...

 
user comment