বাঙ্গালী
Thursday 28th of March 2024
0
نفر 0

মসুলের আন-নুরি মসজিদ ধ্বংস করে দিয়েছে দায়েশ

আবনা ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে আরেকটি ভয়াবহ অপরাধ করেছে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ। তারা নগরীর ৮০০ বছরের পুরনো আন-নুরি মসজিদ ধ্বংস করে দিয়েছে।
২০১৪ সালে এই মসজিদ থেকে নিজেদের কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল দায়েশ জঙ্গিরা।
আরবি নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, ইরাকের সেনাবাহিনী যখন এই ঐতিহাসিক মসজিদটি থেকে মাত্র ৫০ মিটার দূরে ছিল তখন ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে এটি ধ্বংস করে দেয় তাকফিরি জঙ্গিরা। মসুল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল আন-নুরি মসজিদ ও এটির ‘আল-হাদবা’ মিনারটি।
মসুল থেকে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল-আলম জানিয়েছে, মসজিদটি ধ্বংস করার আগে দায়েশ জঙ্গিরা শহর থেকে পলায়নরত ৬০টি পরিবারের সব সদস্যকে ধরে এনে মসজিদের মধ্যে আটকে রাখে। বিস্ফোরণে হতভাগ্য এসব মানুষের সবাই নিহত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (বৃহস্পতিবার) সকালে দায়েশের এই অপরাধযজ্ঞের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, নিজেদের খেলাফতের প্রতীক আন-নুরি মসজিদ ধ্বংস করে দায়েশ জঙ্গিরা আনুষ্ঠানিকভাবে নিজেদের পরাজয় ঘোষণা করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার সালিম আল-জাবুরি বলেছেন, দায়েশ জঙ্গিদের উগ্র মতবাদ যে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত তা মসজিদ ধ্বংসের মাধ্যমে প্রমাণিত হলো। উগ্র এই জঙ্গি গোষ্ঠীর অপরাধযজ্ঞ সব কিছুর সীমা অতিক্রম করেছে বলে তিনি মন্তব্য করেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ
সৌদি নেতারা হতভম্ব হবে: ...
ইরানের সিস্তান-বালুচিস্তান থেকে ...
অপহৃত স্কুলছাত্রীদের ফিরে ...
শিমারের বাধায় যুদ্ধ ঠেকানোর ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে ...
চট্টগ্রামে ইরান বিপ্লবের ৩৮তম ...
সংশয়, সমন্বয়হীনতা আর স্ববিরোধের ...
কেন সিরিয়ার ধ্বংস চায় ইসরাইল, ...

 
user comment