বাঙ্গালী
Wednesday 24th of April 2024
0
نفر 0

আয়াতুল্লাহ ঈসা কাসেমের সাথে বাহরাইনি ৩ আলেমের সাক্ষাত

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাহরাইনি দৈনিক আল-ওয়াসাত বিশ্বস্ত সূত্রে আয়াতুল্লাহ্ শাইখ ঈসা কাসেমের সাথে দিরাজ অঞ্চলে তার বাসভবনে এদেশের ৩ আলেমের সাক্ষাতের তথ্য প্রকাশ করেছে।

দৈনিকটি লিখেছে, ‘সৈয়দ আব্দুল্লাহ আল-গুরাইফি’, ‘শাইখ মুহাম্মাদ সানকুর’ ও ‘শাইখ মুহাম্মাদ সালেহ আল-রাবিয়ী’ গত মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় আয়াতুল্লাহ্ ঈসা কাসেমের সাথে তার বাসভবনে সাক্ষাত করেন।

বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি আরও লিখেছে, আয়াতুল্লাহ ঈসা কাসেমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতের সময় বাহরাইনি এ আলেম সুস্থ ছিলেন বলে জানা গেছে।

আয়াতুল্লাহ ঈসা কাসেমের সাথে বাহরাইনি আলেমদের সাক্ষাত ৩০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হয়। আলে খলিফা সরকারের কর্তৃপক্ষের প্রতি পূর্বঘোষণা এবং তাদের অনুমোদন ও তাদের সাথে যোগাযোগ ছাড়াই এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের বাড়ির উপর স্বৈরাচারী আলে খলিফা সরকারের সৈন্যদের বর্বর হামলার পর এ প্রথম কোন সাক্ষাত অনুষ্ঠিত হল।

এরআগে গত সপ্তাহে বাহরাইনের নিরাপত্তা বিভাগের প্রধান ‘তারেক আল-হাসান’ দাবী করেছিলেন যে, আয়াতুল্লাহ ঈসা কাসেমকে গৃহবন্দী করে রাখার কোন পরিকল্পনা তাদের নেই।

প্রসঙ্গত, গত ২৩ মে (মঙ্গলবার) আলে খলিফা সরকারের সৈন্যরা বাহরাইনের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের বাড়িকে ঘেরাও করে অনশনরত জনগণের উপর হামলা চালায়। এতে বাহরাইনি এ আলেমের ৫ জন সমর্থক শহীদ এবং ১ শতাধিক ব্যক্তি আহত হয়। এছাড়া এ ঘটনায় ২৮৬ জনকে আটক করা হয়েছে।

ঐ হামলায় ৫ শহীদের লাশ তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াই ‘আল-মুহাররাক’ ও ‘আল-মাহওয়ায’ নামক দু’টি কবরস্থানে দাফন করেছে বাহরাইন কর্তৃপক্ষ।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
নিউইয়র্কে বাংলাদেশি নারীর ...
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি খুন
মিয়ানমারে ৪ লাখ মানুষের ত্রাণ ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
‘লাদেন নিহত হন নি, ২০০১ সালে তার ...
সৌদি আরবে হামলার ঘটনায় ১২ ...
হুথি আন্দোলনের প্রতি সমর্থন ...
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...

 
user comment