বাঙ্গালী
Thursday 28th of March 2024
0
نفر 0

সবচেয়ে বেশি শিশুশ্রমিক ভারতে

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বিশ্বে পাঁচ থেকে ১৪ বছর বয়সী ১৫ কোটি শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। ঘাম ঝরানো কাজে শ্রম দিচ্ছে এমন শিশুর সংখ্যা সবেচেয়ে বেশি ভারতে।
শুক্রবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে এ তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি বলেছে, ভারতে দুই কোটি ৮০ লাখের বেশি শিশুশ্রমিক হিসেবে কাজ করছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়, শিশুশ্রম প্রতিরোধে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইউনিসেফ।
ভারতের চলতি শিশু আইনে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে দিয়ে বিপজ্জনক কাজ করানো যাবে না। বিপজ্জনক কাজ বলতে তারা ১৮টি কাজকে চিহ্নিত করেছে।
চলতি বছর মে মাসে দেখা গেছে, শিশুশ্রম পুরো নিষিদ্ধ না করে শুধু একটা সংশোধনী অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদ।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ‘আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে স্কুল থেকে ফেরার পর কৃষকের ছেলে তার বাবাকে সাহায্য করবে—এটাই স্বাভাবিক। আবার এটাও স্বাভাবিক যে, কারুশিল্পীর শিশুসন্তান কারুকাজ শিখবে। সুতরাং এটাকে আমরা শিশুশ্রম বলে শাস্তি দিতে পারি না।’
যদিও সংশোধনী অনুমোদন মানেই বিলটি পাস হয়ে আইনে রূপ নেবে এমন নয়। তবে এ নিয়ে ভারতজুড়েই আলোচনা হচ্ছে, প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
২০১৪ সালে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর এনজিও বাচপান বাঁচাও আন্দোলন (বিবিএ) এই অনুমোদনকে অবশ্য স্বাগত জানিয়েছে।
বিগত ৩৫ বছরে ভারতের ১৮ রাজ্য থেকে অন্তত ৮৩ হাজার ৫০০ শিশুকে শ্রমমুক্ত করেছে বিবিএ।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মুসলিম-দর্শনে অনাদিত্ব বিষয়ক ...
লম্বা স্কার্ট পরায় স্কুল ছাত্রী ...
যদি আল-মাজেদ জীবিত থাকতেন...
রোহিঙ্গা ফেরত নেয়া নিয়ে ইরানি ...
সূরা হুদ;(১৭তম পর্ব)
আয়াতুল্লাহ জাকজাকি বেঁচে আছেন ...
সালাতে তারাবী না তাহাজ্জুদ ?
ইরানের কয়লা খনিতে বিস্ফোরণ: ৩৫ ...
মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর ...
সূরা আত তাওবা; (১৭তম পর্ব)

 
user comment