বাঙ্গালী
Friday 29th of March 2024
0
نفر 0

সৌদি বাহিনীর হামলায় ২ বছরের শিশুর শাহাদত (ছবি)

সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া এলাকায় সৌদি সৈন্যদের গুলিতে আড়াই বছরের এক শিশু ও এক যুবক শহীদ হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের শিয়া অধ্যুষিত আল-আওয়ামিয়া এলাকায় সৌদি সেনাদের গুলিতে আড়াই বছরের এক শিশু এবং এক যুবক শহীদ হয়েছেন। হতভাগ্য ঐ শিশুর নাম ‘জাওয়াদ আদ-দাগির’। শিশুটি গত বৃহস্পতিবার (১১ মে) রাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। সৌদি সেনাদের ছোঁড়া গুলিতে শিশুটির মা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

এ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার (১২ মে) আওয়ামিয়াতে ‘আলী মুহাম্মাদ কাযেম’ নামক এক যুবককে গুলি করে হত্যা করেছে সৌদি সৈন্যরা।

এদিকে, আরপিজি হামলা চালিয়ে আওয়ামিয়া’র আল-মাসুরাহ এলাকায় অবস্থিত ‘সাইয়্যেদ মুহাম্মাদ’টি পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে সৌদি সেনারা। ‘আদ-দিরাহ’ এলাকায় অবস্থিত অপর একটি মসজিদেও হামলা চালিয়েছে তারা।

সেনারা বিক্ষিপ্ত ও উদ্দেশ্যহীনভাবে আওয়ামিয়া এলাকার বিভিন্ন অঞ্চলে আরপিজি নিক্ষেপ করার ফলে ঐ অঞ্চলের বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহের লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

বেশ কিছুদিন যাবত অবরুদ্ধ আওয়ামিয়া অঞ্চলের অসহায় জনগণ বর্তমানে চরম পানি সংকটের মুখে পড়েছে।

৪ দিন আগ থেকে আওয়ামিয়া অঞ্চলের আল-মাসুরা এলাকাটিকে অবরুদ্ধ করে রেখেছে সেনারা। এ সময় সৈন্যদের গুলিতে আলী আব্দুল্লাহ, জাওয়াদ আদ-দাগির ও আলী মুহাম্মাদ কাযিম আকাকাহ নামক ৩ সৌদি নাগরিক এবং হায়দার নামক এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম। ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ অঞ্চলের জনতা সংস্কার, বাক স্বাধীনতা, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সাম্প্রদায়িক ও অর্থনৈতিক বৈষম্যতা তুলে নেয়ার দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে।

সাধারণ জনগণ তাদের ন্যূনতম অধিকার আদায়ের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানালেও সৌদি সরকার জনগণের দাবীর প্রতি গ্রাহ্য না করে দমননীতি অবলম্বন করে তাদের জবাব দিয়েছে এবং শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা আরও বৃদ্ধি করেছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

হযরত আলীর (আ.) প্রতি বিশ্বনবী (সা.)এর ...
মুসলিম-দর্শনে অনাদিত্ব বিষয়ক ...
লম্বা স্কার্ট পরায় স্কুল ছাত্রী ...
যদি আল-মাজেদ জীবিত থাকতেন...
রোহিঙ্গা ফেরত নেয়া নিয়ে ইরানি ...
সূরা হুদ;(১৭তম পর্ব)
আয়াতুল্লাহ জাকজাকি বেঁচে আছেন ...
সালাতে তারাবী না তাহাজ্জুদ ?
ইরানের কয়লা খনিতে বিস্ফোরণ: ৩৫ ...
মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর ...

 
user comment