বাঙ্গালী
Tuesday 23rd of April 2024
0
نفر 0

ঢাকাস্থ ইরান দূতাবাসে ১৫ই শাবান উপলক্ষে বিশেষ মাহফিল

ঢাকাস্থ ইরান দূতাবাসে ১৫ই শাবান উপলক্ষে বিশেষ মাহফিল
ঢাকাস্থ ইরান দূতাবাসে ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসে ১৫ই শাবান ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল গতকাল (বৃহস্পতিবার, ১১ মে) অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে অনুষ্ঠানটি রাত ১১টা নাগাদ অব্যাহত ছিল। এতে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত, মাননীয় কালচারাল কাউন্সেলর, ইরানি দূতাবাস ও কালচারাল সেন্টারের কর্মকর্তাগণ, আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখার কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ এবং ঢাকায় অধ্যায়ন ইরানি ছাত্ররা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মাহফিলের উদ্বোধন হয়। কুরআন তেলাওয়াত করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ মুহাম্মাদ রেজা। এরপর মুনাজাতে শাবানিয়া পাঠ করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় কালচারাল কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি।

অতঃপর দলীয় সঙ্গীত পরিবেশন করেন আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখার আয-যাহরা (সা. আ.) ক্যাম্পাসের ছাত্রীরা।

আড়ম্বর এ মাহফিলে বক্তব্য রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি। তিনি তার বক্তব্যে ইমাম মাহদি (আ.) এর অন্তর্ধানের যুগে সাধারণ জনগণের করণীয় বিষয়াদির উপর আলোকপাত করেন। এছাড়া ইমাম মাহদি (আ.) এর অন্তর্ধানের যুগে তার সাথে সাক্ষাতের বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন: স্বয়ং ইমাম মাহদী (আ.)-এর ভাষ্যমতে তাঁর সাক্ষাত লাভের জন্য ওয়াজিব কর্ম সম্পাদন ও হারাম কর্ম থেকে বিরত থেকে ইনসাফের সাথে জীবন-যাপন করাটাই যথেষ্ট।

এরপর ঢাকায় অধ্যায়নরত ইরানি জনৈক ছাত্র ইমাম মাহদি (আ.) এর শানে কাসিদা পরিবেশন করেন। মাহফিলে আরবি, উর্দু, ইংরেজি, ফ্রেঞ্চ ও ফার্সি ভাষায় ইমাম মাহদি (আ.) এর শানে রচিত বিশেষ কাসিদা পরিবেশন করেন আলী জাওয়াদ। এরপর ইমাম মাহদি (আ.) এর শানে ফার্সি ভাষায় একটি দলীয় সঙ্গীত পরিবেশন করেন আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ রাসুলে আকরাম (স.) ক্যাম্পাসের ছাত্ররা।

ইমাম মাহদী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ কেক কাটা ছিল মহিমান্বিত এ ইমামের জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী। এছাড়া উপস্থিতদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেশ কয়েকজনকে পুরস্কৃত করার পর দোয়ায়ে ইমামে যামানা (আ.) পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন মিসেস শাহনাজ আরেফিন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মাদাগাস্কারে মিলাদুন্নাবি (স.) ...
বিশ্বশক্তি চায় খণ্ড খণ্ড সিরিয়া
ইরান দুর্বল হলে বাড়বে আঞ্চলিক ...
এবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের ...
ইমাম মাহদী (আ.)-এর জীবনের ...
এবার গরুর প্রতি নিষ্ঠুরতার দায়ে ...
ধৈর্য ও সহনশীলতা
শেইখ যাকযাকির মুক্তির দাবীতে ...
‘মার্কিন অস্ত্র দিয়ে হত্যা করা ...
দৃষ্টিহীনদের জন্য স্মার্ট ...

 
user comment