বাঙ্গালী
Saturday 20th of April 2024
0
نفر 0

ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন

ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):-ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মালাউই’তে।

এ দেশের অধিকাংশ মুসলমান ইয়াউ ভাষায় কথা বলেন। এ কারণে এ ভাষায় পবিত্র কুরআন অনুবাদের সিদ্ধান্ত নেয় মুসলিম এ্যসোসিয়েশন অব মালাউই (MAM)।

এম এ এম’র সভাপতি ‘আল-হাজি তুওয়াইবু লাভে’ গতকাল (বুধবার, ৪ জানুয়ারি) মালাউই বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে এ সম্পর্কে বলেন: পবিত্র কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। কিন্তু অনেক মুসলমান আরবি ভাষাভাষি নয়, আর এ কারণেই পবিত্র কুরআন সকল স্থানীয় ভাষায় অনুবাদ হওয়া জরুরি। যাতে সাধারণ মানুষ তা বুঝতে ও অনুধাবন করতে সক্ষম হয়।

তিনি বলেন: নিঃসন্দেহে মালাউইসহ প্রতিবেশী দেশ মোজাম্বিক, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে’র মত দেশের জনগণ ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফ পড়ে ইসলাম ধর্মকে সঠিকভাবে চিনতে সক্ষম হবে।

এম এ এম’র সভাপতি আরও বলেন: আমাদের এ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্যসমূহের একটি হল ঐশী এ গ্রন্থকে বিভিন্ন স্থানীয় ভাষায় অনূবাদ করা, যাতে ইসলাম ও কুরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা লাভ করতে পারে।

ইয়াউ ভাষায় পবিত্র কুরআন অনুবাদের কাজ ২ বছরে সম্পন্ন হয়েছে। এ দেশের বিভিন্ন মসজিদের ১৪ জন আলেম সরাসরি উপস্থিত থেকে পবিত্র কুরআনের এ অনুবাদ সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, খ্রিষ্টান ধর্মের পর মালাউই’র দ্বিতীয় সংখ্যা গরিষ্ট ধর্ম ইসলাম। ১ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার এ দেশে শতকরা ৩৬ ভাগ মুসলমান।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন ...
শিয়া মাযহাব গ্রহণ করলেন ...
২০১৯ সালের প্রথম শহীদ (ছবি)
আলেম হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ ...
ক্যামেরুনে আত্মঘাতী বোমায় নিহত ...
সৃষ্টি জগত নিয়ে চিন্তা করতে গিয়ে ...
মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি ...
ইরাকে লড়ছে হিজবুল্লাহ যোদ্ধারা: ...
খুতবায় নজরদারীর সিদ্ধান্ত, ...
भारत को दाइश की धमकी, धमकी का क्या ...

 
user comment