বাঙ্গালী
Friday 19th of April 2024
0
نفر 0

আইএসআইএল সন্ত্রাসী সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশী আটক

আবনা ডেস্ক : সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়ে দাবি করেছে, বাংলাদেশে ফিরে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের। চলতি বছরের এপ্রিলে দেশটির অভ্যন্তরীন নিরাপত্তা আইনে (আইএসএ) এ আট বাংলাদেশীকে আটক করা হয়। খবর চ্যানেল নিউজ এশিয়ার। আটকৃতরা হলেন- মি
আইএসআইএল সন্ত্রাসী সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশী আটক

আবনা ডেস্ক : সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়ে দাবি করেছে, বাংলাদেশে ফিরে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের।
চলতি বছরের এপ্রিলে দেশটির অভ্যন্তরীন নিরাপত্তা আইনে (আইএসএ) এ আট বাংলাদেশীকে আটক করা হয়। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
আটকৃতরা হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।
সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, (এপ্রিলে সিঙ্গাপুরে) আটকৃতরা গোপনে বাংলাদেশে আইএসআইএল'র কার্যক্রম পরিচালনা করছিল। দেশে ফিরে সরকার উৎখাতে তারা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আটক আটজনের মধ্যে মিজানুর রহমান সিঙ্গাপুরে নিরাপত্তা পাস (এস-পাস) হোল্ডার। আর বাকি সাতজন ওয়ার্ক পারমিট হোল্ডার। তারা সবাই স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ও মেরিন প্রতিষ্ঠানে কর্মরত।
ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) নামে এ বছরের মার্চে এ 'সিক্রেট গ্রুপ (গুপ্ত গোষ্ঠী)' সংগঠিত করে মিজানুর রহমান। তারা প্রথমে বিদেশী যোদ্ধা হিসেবে আইএসআইএলে যোগ দেয়ার মনস্থির করে। কিন্তু সিরিয়ায় যাওয়া কঠিন হবে ভেবে পরে তারা শক্তি প্রয়োগ করে বাংলাদেশে সরকার উৎখাতের পরিকল্পনা করে।
সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা এবং এটিকে আইএসআইএল'র স্বঘোষিত খিলাফতের অধীনে নিয়ে আসা।
মন্ত্রণালয়ের দাবি, গ্রুপটি বাংলাদেশে হামলার জন্য সম্ভাব্য অনেকগুলো লক্ষ্য ঠিক করেছিল। মিজানুরের কাছ থেকে 'উই নীড পর জিহাদ ফাইট' শিরোনামের উদ্ধার হওয়া নথিতে হামলার জন্য কয়েকজন সরকারি ও সামরিক কর্মকর্তার তালিকা পাওয়া গেছে।
এ আটজন ছাড়াও আইএসএ'র অধীনে আরও পাঁচ বাংলাদেশীর বিষয়ে তদন্ত করে সিঙ্গাপুর। তবে তারা আইএসবি'র সঙ্গে জড়িত নয় বলে তদন্তে দেখা গেছে। অবশ্য ধর্মীয় উদ্দেশ্য সাধনে অস্ত্রের ব্যবহার সমর্থন করে এমন কিছু বইপত্র তাদের কাছে পাওয়া যায়।
পরে এ পাঁচজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ঢাকায় তাদেরকে আটক করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। বুধবার তাদেরকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানায় ডিএমপি মুখপাত্র মঈনুল ইসলাম।
কেবল এবারেই প্রথম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় সিঙ্গাপুরে বাংলাদেশী গ্রেফতারের ঘটনা ঘটেনি। এরআগে জানুয়ারিতে ২৭ বাংলাদেশীকে গ্রেফতার করা হয় যারা দুই থেকে সাত বছর সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

এবার গরুর প্রতি নিষ্ঠুরতার দায়ে ...
ধৈর্য ও সহনশীলতা
শেইখ যাকযাকির মুক্তির দাবীতে ...
‘মার্কিন অস্ত্র দিয়ে হত্যা করা ...
দৃষ্টিহীনদের জন্য স্মার্ট ...
সর্বোচ্চ নেতার সঙ্গে বাশার ...
হোসাইনি দালানে আয়াতুল্লাহ ...
তিউনিশিয়ার আন্তর্জাতিক ...
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ...
জাপানী ভাষায় অনুদিত হল পবিত্র ...

 
user comment