বাঙ্গালী
Thursday 18th of April 2024
0
نفر 0

মোকতাদা সদরের সমর্থকদের দখলে ইরাকের পার্লামেন্ট (ছবি)

মোকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট দখল করে নিয়েছে। আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে মোকতাদা আল-সদরের শত শত সমর্থক। ইরাকি পার্লামেন্টে অচলাবস্থার প্রতিবাদেই মোকতাদা আল-সদরের সমর্থকরা এ বিক্ষোভে যোগ দেয়।
মোকতাদা সদরের সমর্থকদের দখলে ইরাকের পার্লামেন্ট (ছবি)
মোকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট দখল করে নিয়েছে।

হলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে মোকতাদা আল-সদরের শত শত সমর্থক। ইরাকি পার্লামেন্টে অচলাবস্থার প্রতিবাদেই মোকতাদা আল-সদরের সমর্থকরা এ বিক্ষোভে যোগ দেয়।

আল-সদরের সমর্থকরা গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পর বাগদাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যায়। যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হয়েছেন পার্লামেন্টের সদস্য ‘আম্মার তা’মাহ’। বিক্ষোভকারীরা পার্লামেন্টের সদস্যদের বেশ কয়েকটি গাড়ীও ভাংচুর করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মোকতাদা আল-সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে দল নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে। কিন্তু এর বিপক্ষে রাজনৈতিক দলগুলো। আর এ নিয়েই পার্লামেন্টে অচলাবস্থা চলছে।

ইতিপূর্বে বিক্ষোভকারীরা তাদের দাবী পূরণের লক্ষ্যে বাগদাদের গ্রিনজোনের মূল প্রবেশস্থলের পেছনে অনশন বসে। পরবর্তীতে সরকার ও পার্লামেন্টের প্রতিশ্রুতিতে তারা অনশন ভঙ্গ করলেও তাদের দাবী পূরণ না হওয়া তারা এ বিক্ষোভ করেছে।

গত সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রিন জোন অভিমুখে মিছিল করে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

শেইখ যাকযাকির মুক্তির দাবীতে ...
‘মার্কিন অস্ত্র দিয়ে হত্যা করা ...
দৃষ্টিহীনদের জন্য স্মার্ট ...
সর্বোচ্চ নেতার সঙ্গে বাশার ...
হোসাইনি দালানে আয়াতুল্লাহ ...
তিউনিশিয়ার আন্তর্জাতিক ...
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ...
জাপানী ভাষায় অনুদিত হল পবিত্র ...
মদপানে শীর্ষে সৌদি আরব, ধূমপানে ...
নতুন অফার মুসলিম বিদ্বেষী সেই ...

 
user comment