বাঙ্গালী
Wednesday 24th of April 2024
0
نفر 0

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল জিবুতি

আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দেশ জিবুতি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ আজ (বুধবার) এ ঘোষণা দেন। সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের শিরোশ্ছেদের ঘটনায় প্রতিবাদ করা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল জিবুতি

আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দেশ জিবুতি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ আজ (বুধবার) এ ঘোষণা দেন। সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের শিরোশ্ছেদের ঘটনায় প্রতিবাদ করার পর রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর বাহরাইন ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেই একই পথ অনুসরণ করল জিবুতি।
জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ জানিয়েছেন, “সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করে তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।”
শেখ নিমরকে ফাঁসি দেয়ার ঘটনায় ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও ধর্মীয় নগরী মাশহাদে কন্স্যুলেট অফিসে বিক্ষুব্ধ লোকজন চড়াও হয়। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এ বিষয়ে আজই ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানিকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্ক নামিয়ে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নিয়ে গেছে। জর্দান ঘটনার প্রতিবাদ করার জন্য আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। এছাড়া, কুয়েত এবং কাতার ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে তবে সম্পর্ক ছিন্ন করে নি।#



source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ড্রোন ভূপাতিত করে সৌদি হামলার ...
৪৭২ কন্যার গর্বিত পিতা যিনি
মাদাগাস্কারে মিলাদুন্নাবি (স.) ...
বিশ্বশক্তি চায় খণ্ড খণ্ড সিরিয়া
ইরান দুর্বল হলে বাড়বে আঞ্চলিক ...
এবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের ...
ইমাম মাহদী (আ.)-এর জীবনের ...
এবার গরুর প্রতি নিষ্ঠুরতার দায়ে ...
ধৈর্য ও সহনশীলতা
শেইখ যাকযাকির মুক্তির দাবীতে ...

 
user comment