বাঙ্গালী
Wednesday 17th of April 2024
0
نفر 0

দামেস্কে যায়েরদের বাসে বিস্ফোরণ ; নুসরা ফ্রন্টের দায় স্বীকার

দামেস্কে যায়েরদের বাসে বিস্ফোরণ ; নুসরা ফ্রন্টের দায় স্বীকার

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (গতকাল, ১ ফেব্রুয়ারি) একটি বাসে আত্মঘাতী এক বিস্ফরণে অন্তত ৬ জন শহীদ এবং অপর ২২ জন আহত হয়েছে।
‘কালয়া দামেস্ক' অঞ্চলের কাছাকাছি ‘হামিদিয়া' বাজারের পাশে এ বিস্ফোরণ ঘটানো হয়।
প্রতিদিন শত শত লেবানিজ যায়ের হযরত যায়নাব (সা. আ.) ও হযরত সাকিনা (সা. আ.) মাজার যেয়ারত করতে আসে। হামলার শিকার স্ক্যানিয়া মডেলের বাসটির নাম্বার ছিল ৩৪০১১০।
আপডেট :
বাংলাদেশ সময় ৬:৪৫ মিনিট : সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে নিহতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের ভাষ্যানুযায়ী হামলায় ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
৬:৫৫ মিনিট : জিবহাতুন নুসরা বা নুসরা ফ্রন্ট তাদের নিজস্ব ওয়েব সাইটে এ হামলার দায় স্বীকার করে লিখেছে, ‘আবুল ইজ্জ আনসারি' নামক এক ব্যক্তি লেবানিজদেরকে বহনকারী বাসে এ আত্মঘাতী হামলা চালিয়েছে। কিভাবে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে যে, নুসরা ফ্রন্টের সাথে সম্পৃক্ত ঐ সন্ত্রাসী বাসের সামনে এসে নিজেকে বিস্ফোরিত করেছে।
রাত ৭:১০ : আল-মানার হতে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের আল-কালাসাহ অঞ্চলে ঘটানো ঐ বিস্ফোরণে হতাহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি। দামেস্কে অবস্থিত হযরত সাকিনা (সা. আ.) এর মাজারের কাছাকাছি স্থানে চালানো এ হামলায় অন্তত ৫ ব্যক্তি শহীদ এবং ২২ জন আহত হয়েছে।
রাত ৭:৩০ : প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হযরত সাকিনা (সা. আ.) এর মাজারের কাছাকাছি থাকা লেবানিজ যায়েররা হযরত যায়নাব (সা. আ.) এর মাজার যেয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এ বিস্ফোরণে ৬ ব্যক্তি শহীদ এবং অপর ২২ জন আহত হয়েছে যাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক। বিস্ফোরণের সাথে সাথে নিরাপত্তা বাহিনী'র সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে এবং ঐ অঞ্চলের দিকে আসা বেশ কয়েকটি রাস্তাও বন্ধ করে দেয়।
রাত ৭:৪৭ : আল-মানারে প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের পাশে আরেকটি বোমাকে নিস্ক্রিয় করেছে নিরাপত্তা বাহিনী'র বোমা স্কোয়াডের সদস্যরা।
৮:৩০ : সিরিয়ায় তত্পর আলকায়েদার সহযোগী গোষ্ঠী নুসরা ফ্রন্ট আনুষ্ঠানিকভাবে কালাসাহ অঞ্চলের বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।#


source : www.abna.ir
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ ; ১৮৭ ...
হযরত ফাতেমা (আ.)-এর শাহাদাত ...
তহবিল সংগ্রহে মানব-অঙ্গ পাচার ...
তুরস্কের নাইট ক্লাবে ...
তালেবান জঙ্গিদের আত্মঘাতী ...
মিলাদুন্নবী, জুমাতুল বিদা সহ ১৭ ...
বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ...
ভারতে দলিত বিক্ষোভে পুলিশের গুলি, ...
তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ...
জেএমবির নারী শাখার প্রশিক্ষক আটক

 
user comment