বাঙ্গালী
Friday 26th of April 2024
0
نفر 0

বুশের দিকে জুতা নিক্ষেপের ঘটনায় আমি অনুতপ্ত নই

বুশের দিকে জুতা নিক্ষেপের ঘটনায় আমি অনুতপ্ত নই

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপকারী সাংবাদিক মুন্তাযির আয যাইদী বলেছেন: আমি এ কাজের জন্য আদৌ অনুতপ্ত হইনি, বরং গর্ব বোধ করেছি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকী সাংবাদিক মুন্তাযির যাইদী ইউরো নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তাদের উত্থাপিত ‘সংবাদ সম্মেলনে প্রবেশের পূর্ব হতেই কি বুশের দিকে জুতা নিক্ষেপের চিন্তা করেছিলেন?' -এ প্রশ্নের জবাবে বলেন: আমি এ চিন্তা মাথায় নিয়ে কনফারেন্স রূমে প্রবেশ করেছিলাম এবং এ কাজের জন্য আমি আদৌ অনুতপ্ত ও দুঃখিত নই। আয যাইদি বলেন: বুশ অসংখ্য ইরাকীকে হত্যা করেছে এবং অসংখ্য নিরাপরাধ ইরাকীর হত্যাকাণ্ডের সাথে সে জড়িত, যাদের মৃত্যুর কারণে হাজার হাজার নারী বিধবা ও অসংখ্য সন্তান পিতৃ মাতৃ হারা হয়েছে। তিনি আরো বলেন: আমার স্থানে অপর কেউ হলে, সেও এ কাজের জন্য অনুতপ্ত হত না। তার জুতা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন: আমি এ জন্য খুবই দুঃখিত। ইরাকী এ সাংবাদিক তার গ্রেপ্তার হওয়ার বিষয় সম্পর্কে ইউরো নিউজকে এভাবে জানায়: গ্রেপ্তার হওয়ার পর প্রথম ৩ দিন খুবই কষ্টের মাঝে ছিলাম। এ সময় আমার উপর অসহনীয় নির্যাতন চালানো হয়েছে। তারা আমার পাঁজর ও পেটে উপর্যপুরী লাথী ও ঘুষি মারতো। তাদের অত্যাচার এতটাই তীব্র ছিল যে, গ্রেপ্তার হওয়ার পর পরই আমার নাকের হাড় ভেঙ্গে যায়। ইউরো নিউজ: ‘আপনি একজন সাংবাদিক, সাধারণত সাংবাদিকদের দ্বন্দ মৌখিক তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, আপনি কেন সে সীমা অতিক্রম করে বুশের দিক জুতা ছুড়েছিলেন?' মুন্তাযির যাইদী: আমি অনেক বছর যাবত সাংবাদিকতা করছি, এ সময় আমি অনেক বেসামরিক লোককে মার্কিন সামরিক বাহিনীর হাতে নিহত হতে দেখেছি। তিনি বলেন: আমি মার্কিন সৈন্যদেরকে অনেক অভিভাবকহীন নারী ও ইরাকী মেয়েদেরকে ধর্ষন করতে দেখেছি। তাই আমি এ কাজের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে নিজের কথা উপস্থাপন করতে চেয়েছিলাম। আয যাইদী আরো বলেন: যা কিছু ইরাকে ঘটেছে তা কি আপনারা ভুলে গেছেন?! যে সকল বিপর্যয় মার্কিন সৈন্যরা এ দেশের নিরিহ জনগণের জন্য ডেকে এনেছে তা কি আপনারা ভুলে গেছেন?! ইউরো নিউজ: আপনি কি মনে করেন না যে, ইরাকে মার্কিনীদের উপস্থিতির পর গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? আয যাইদী: বুশ যে সকল ওয়াদা ইরাকের নিরাপরাধ জনগণের উদ্দেশ্য দিয়েছিল তার সবটাই ছিল মিথ্যা। উল্লেখ্য যে, মুন্তাযির আয যাইদী ২০০৮ সালে বাগদাদের এক সংবাদ সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপ করে ব্যাপক আলোচিত হন। তার এ জুতা নিক্ষেপের ভিডিও ফুটেজ কয়েক সপ্তাহ যাবত সারা বিশ্বের প্রচার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। এ সময় ইউরোপ ও আরবের বেশ কিছু দেশেও তাকে অনুসরণ করে বুশের কুশপুত্তলিকার দিকে জুতা নিক্ষেপের ঘটনাও পরিলক্ষিত হয়েছিল। ইরাকের আদালত জুতা নিক্ষেপের অপরাধে তাকে ৩ বছর কারাদণ্ড দান করলেও কিছুদিন পর সে মুক্তি লাভ করে এবং ইরাকের জনগণ আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানায়।#

 


source : www.abna.ir
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সৌদি ঘাঁটিতে ব্যালিস্টিক ...
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে ...
সৌদি মদদপুষ্ট পক্ষ ইয়েমেনের ...
ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের ২ ...
বন্দুকযুদ্ধে’ জঙ্গিনেতা মারজান ...
১০ আফগান তালেবানকে গলা কেটে হত্যা ...
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ...

 
user comment