বাঙ্গালী
Saturday 20th of April 2024
0
نفر 0

আইএসআইএল, গোটা বিশ্বের জন্য হুমকি : আয়াতুল্লাহ সাফি

আইএসআইএল, গোটা বিশ্বের জন্য হুমকি : আয়াতুল্লাহ সাফি

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আয়াতুল্লাহ আল-উজমা সাফি গুলপায়গানি'র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন ইরাকের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ‘নিকালায় মালাদিনোভ'।
সাক্ষাতের শুরুতে মালাদিনোভ সাক্ষাতের অনুমতি প্রদানের জন্য আয়াতুল্লাহ সাফীকে ধন্যবাদ জানানোর পর তিনি ইরাকে তার তত্পরতার বিষয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন। জবাবে আয়াতুল্লাহ আল-উজমা সাফি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
ইরান ও ইরাকের জনগণের দৃঢ় প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহ সাফি বলেন : যে ঐক্য ইরাক ও ইরান জাতির মাঝে বিদ্যমান, তা আদিকাল থেকে ছিল এবং আগামীতেও থাকবে। আমরা ও ইরাকের জনগণ সর্বদা একত্রে রয়েছি।
তিনি আইএসআইএলে'র অপরাধকর্ম ও ফেতনার প্রতি ইঙ্গিত করে বলেন : আইএসআইএল সন্ত্রাসী দল কর্তৃক যে ফেতনার জন্ম হয়েছে তা শুধু ইরাকের জন্য নয় বরং গোটা বিশ্বের মানুষের জন্য হুমকি। আর যদি এ পরিস্থিতি অব্যাহত থাকে তবে সারা বিশ্ব হুমকির মুখে পড়বে। অতএব, বিশ্ববাসীর উচিত বিপজ্জনক এ সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা।
মিলাদিনোভের করা ‘ইরাকের বিভিন্ন সম্প্রদায়কে কিভাবে একত্রিত করা সম্ভব' এ শীর্ষক প্রশ্নের উত্তরে আয়াতুল্লাহ সাফি গুলপায়গানি বলেন : বহুবছর আগ থেকেই ইরাকের বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মাঝে সুসম্পর্ক বিদ্যমান। আইএসআইএল ও তাদের মিত্ররা বর্তমান সমস্যার জন্য দায়ী। তারা নির্মূল হলে পরিস্থিতি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
তিনি আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানির প্রজ্ঞাপূর্ণ অবস্থানের ভূয়সী প্রশংসা করে বলেন : আপনি লক্ষ্য করেছেন যে, আয়াতুল্লাহ সিস্তানি কিভাবে সকলকে ঐক্য ও সম্পীতির প্রতি আহবান জানিয়েছেন এবং ইরাকের জনগণও তার পাশে এসে দাঁড়িয়েছে। ঐক্য রক্ষা করা এবং ফাসাদের কারণ হয় এমন সব বিভেদকে পাশ কাটিয়ে যাওয়া আলেম ও রুহানিদের কার্যকর পদক্ষেপের দ্বারাই সম্ভব।
বিশিষ্ট মারজায়ে তাকলিদ ইসলামি শিক্ষা ও বিধানের প্রতি ইঙ্গিত করে বলেন : আমরা বিশ্বের সকল মানুষের কল্যান চাই। আমরা চাই সকলে পরস্পরের পাশে শান্তিপূর্ণ সহাবস্থান করতে এবং আমরা একটি সহিংসতা, অত্যাচার ও ফাসাদমুক্ত পৃথিবী গড়তে বিশ্ববাসীর প্রতি আহবান জানাই।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কর্তৃক উত্থাপিত ইরাকি শরণার্থীদের প্রসঙ্গে তিনি বলেন : ধারণার উর্ধ্বে তাদেরকে আমরা সহযোগিতা করছি। আর আমাদের সর্বাত্মক চেষ্টা হচ্ছে তাদেরকে পর্যাপ্ত সেবা দান করা। এটা হচ্ছে আমাদের ইসলামি ও মানবিক দায়িত্ব। আর এতে আমাদের মাঝে কোন পার্থক্যই দেখা যাবে না যে, এ সহযোগিতা ইরাকের জনগণের জন্য নাকি অন্য কোন দেশের।
তিনি মিলাদিনোভের উদ্দেশ্যে বলেন : জাতিসংঘের প্রতিনিধি হিসেবে আপনি এ সংস্থার সদস্যদেরকে আহবান জানাতে পারেন, যেন তারা প্রকাশ্যে ও স্পষ্ট ভাষায় সকলকে আইএসআইএলে'র ফেতনা সম্পর্কে অবগত করে। আর এ বিষয়টি সকলের কর্ণগোচর করতে হবে যে, আইএসআইএল গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলা করতে হবে এবং জনগণের উপর থেকে তাদের কালো ছায়াকে সরিয়ে দিতে জাতিসংঘকে তার দায়িত্ব পালন করতে হবে।
এ সাক্ষাত শেষে আয়াতুল্লাহ আল-উজমা সাফি গুলপায়গানী, জাতিসংঘের প্রতিনিধির জন্য দোয়া করেন, যেন তিনি তার দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারেন।#


source : www.abna.ir
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

রমজানের ফজিলত ও গুরুত্ব
অবিকৃত গ্রন্থ আল-কোরআন
ইমাম রেজা (আ.)'র কয়েকটি অলৌকিক ঘটনা
কারবালার বিয়োগান্ত ঘটনা : একটি ...
Protest einer Antikriegsgruppe gegen Luftangriff Amerikas auf ein Krankenhaus
খলিফা নির্বাচনের পদ্ধতি
‘বাতিলের মুকাবিলায় ঐক্যই ...
অর্থসহ মাহে রমজানের ৩০ রোজার দোয়া
কোরআন ও চিকিৎসা বিজ্ঞান
শিয়াদের মৌলিক বিশ্বাস (পর্ব-১)

 
user comment