বাঙ্গালী
Friday 29th of March 2024
0
نفر 0

কোমাইল ইবনে যিয়াদের ব্যাক্তিত্ব ২য় পর্ব

কোমাইল ইবনে যিয়াদের ব্যাক্তিত্ব ২য় পর্ব

লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান

দুই মাযহাবের বড় জ্ঞানী ব্যাক্তিরা , ইনসাফ ও মহিমা, মহত্ত্ব ও তার উদারতা সম্পর্কে একই দৃষ্টি রাখে।

কামুসে রিজালের লেখক কোমাইলের সম্পর্কে বলেঃ

( সৈয়দ বিন তাউস ) যে বড় একজন উলামা নিজের বই কাশফুল মুহাজ্জাহতে[1] যা নিজের সন্তানের জন্যে লিখেছে এবং নিজের ওয়াসিয়াত তার মধ্যে লিখেছেন বলেনঃ নেহেরওয়ান যুদ্ধের পরে মানুষ আমিরাল মোমেনীন আলী ( আ.) হতে খলীফাদের সম্পর্কে প্রশ্ন করল , হযরত ( আব্দুল্লাহ বিন আব্বাসকে ) বললেন যে বিশ্বাসত দশজনকে সাক্ষীর জন্য উপস্থিত কর , তার মধ্যে হতে একজন ( কোমাইল ) ছিল যা হযরত উনাকে বিশ্বাসী নির্ধারণ করেন [2]

মারহুম ( হাজ মির্জা হাশিম খোরাসানী ) মুন্তাখিবে তারিখ গ্রন্থে , আমিরাল মোমেনীন ( আ.) এর যুগের জনগণকে তিন ভাগেভাগ করেছেঃ ভক্ত , বন্ধু ও হযরতের বিশেষ সাহাবিতে ভাগ করা হয়েছে ।

চলবে...



[1] - কাশফুল মুহাজ্জাহঃ ১৭৩ ।

[2] - কামুশে রিজালঃ ৮/ ৬০০ ।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article


 
user comment