বাঙ্গালী
Thursday 25th of April 2024
0
نفر 0

নেয়ামতের অকৃতজ্ঞতা হতে বিরত থাকা

নেয়ামতের অকৃতজ্ঞতা হতে বিরত থাকা

লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান

কিছু সংখ্যক মানুষ প্রকৃত নেয়ামত দানকারীর মনোযোগ ব্যতীত, আল্লাহ্‌র নেয়ামতকে কমানোর চিন্তায়, সংকলন নেয়ামত সমূহ যা নিজের এখতিয়ারে আছে নিজের মোফত মনে করে এবং নিজেকে প্রকৃত নেয়ামতের মালিক মনে করে এবং যে ভাবে নিজের মন চায় নেয়ামতকে হাওয়ায়ে নাফসে ব্যায় করে !

 তারা যে গাফিলতি , অজ্ঞ ও মূর্খ এবং অমনোযোগী জীবন অতিবাহিত করে, আল্লাহ্‌র নেয়ামতকে খারাপ পথে এবং যৌন কামনার না জায়েয পথে ব্যয় করে এবং এর চাইতেও নিম্নমানের কাজ হচ্ছে নিজের বৌ ও ছেলে , মেয়ে, গোত্র ও বন্ধুদেকে পথভ্রষ্ট করার জন্যে নেয়ামত সমূহকে ব্যাবহার করে।

দেহের অঙ্গ প্রত্যঙ্গ নেয়ামতকে অন্যান্যদের পাপের কাজে সাহায্য চাওয়া এবং সম্পদকে ( টাকা পয়সা) অন্যান্যদের গুনাহ করার জন্যে সাহায্য নেওয়া এবং নিজের জ্ঞান ও শিখার নেয়ামতকে শত্রুর খেদমত করার জন্যে ব্যাবহার করে নিজের ভাষাকে আল্লাহ্‌র বান্দাদের কে পথভ্রষ্ট করার জন্যে ব্যাবহার !

এরা আল্লাহ্‌র উত্তম নেয়ামত সমূহকে শয়তানের মন্দ কাজে পরিণত করেন , এবং এই কাজের মাধ্যমে নিজেকে ও নিজের গোত্রকে কেয়ামতের আযাবের প্রতি ধাবিত করছে !

« أَ لَمْ تَرَ إِلَى الَّذينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْراً وَ أَحَلُّوا قَوْمَهُمْ دارَ الْبَوارِ * جَهَنَّمَ يَصْلَوْنَها وَ بِئْسَ الْقَرار [1]»        

তুমি কি তাদের কে দেখনি, যারা আল্লাহ্‌র নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলয়ে। * দোযখের ? তারা তাতে প্রবেশ করবে সেতা কতই না মন্দ আবাস ।



[1] - সূরা ইব্রাহীম আয়াত নং ২৮ ও ২৯ ।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইসলাম এবং আধ্যাত্মিকতা
কারবালা থেকে পশ্চিম তীর-জাগো ...
মিথ্যা কথা বলা
অপবাদ : যা ব্যক্তিত্ব বিনাশ করে
শিয়া মুসলমানরা কত ওয়াক্ত নামাজ ...
অষ্ট্রেলিয়ান নও-মুসলিম সুসান ...
শিয়া-সূন্নীর মধ্যে পার্থক্য কি?
সূরা আত তাওবা;(৬ষ্ঠ পর্ব)
আহলে সুন্নতের দৃষ্টিতে ...
সূরা রা’দ; (১ম পর্ব)

 
user comment