বাঙ্গালী
Wednesday 24th of April 2024
0
نفر 0

সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়েছে ২৩১

সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়েছে ২৩১

আবনা ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি বোমা হামলায় মৃতদের সংখ্যা ৮৫ জন বেড়ে দাড়িয়েছে ২৩১।
আহত ২৭৫ জনের মধ্যে ২৩১জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্যা ইন্ডিপেনডেন্ট।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহ মেহমেদ।
সেখানে এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সেখানে কর্মরত রেড ক্রসের এক কর্মী।
শনিবার শহরের একটি হোটেলের ফটকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরও একটি বোমা হামলা হয়। খবর রয়টার্স ও বিবিসির।
হামলা হওয়া হোটেলটির পাশে বিভিন্ন সরকারি দফতর, রেস্তোরাঁ ও বহু দোকানপাট রয়েছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
এ বোমা হামলা কারা চালিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদাসংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এবং মোগাদিসু তাদের নিয়মিত টার্গেট। সে কারণে আল-শাবাব গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে।
বিবিসির এক সোমালিয়ান প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণে সাফারি নামের ওই হোটেল বিধ্বস্ত হয়ে গেছে, এর ধ্বংসস্তূপের নিচে লোকজন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
নিউইয়র্কে বাংলাদেশি নারীর ...
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি খুন
মিয়ানমারে ৪ লাখ মানুষের ত্রাণ ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
‘লাদেন নিহত হন নি, ২০০১ সালে তার ...
সৌদি আরবে হামলার ঘটনায় ১২ ...
হুথি আন্দোলনের প্রতি সমর্থন ...
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...

 
user comment