বাঙ্গালী
Tuesday 23rd of April 2024
0
نفر 0

আয়াতুল্লাহ ঈসা কাসেম গৃহবন্দী

আয়াতুল্লাহ ঈসা কাসেম গৃহবন্দী

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাহরাইনের মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ইউসুফ রাবি জানিয়েছেন, শাইখ ঈসা কাসেমকে গৃহবন্দী করেছে আলে খলিফা সরকারের সৈন্যরা।

আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের সমর্থকদের কয়েক ঘন্টার প্রতিরোধ ভেঙ্গে শীর্ষস্থানীয় এ আলেমের বাড়ি ঘেরাও করে বাহরাইন পুলিশ।

স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী আজ (মঙ্গলবার, ২৩ মে) সকাল থেকে দিরাজ অঞ্চলে প্রবেশের চেষ্টা চালায়। পুলিশ অনশনরত আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের সমর্থকদের উপর হামলা চালালে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাহরাইনের এ আলেমের সমর্থকদেরকে লক্ষ্য করে গুলি চালায় স্বৈরাচারী সরকারি বাহিনীর সদস্যরা। এতে ১ জন শহীদ এবং অন্তত ১০০ জন আহত হয়।

বাহরাইনের বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে, শাইখ ঈসা কাসেমের বাড়িতে উপস্থিত ১৫০ জন যুবককেও আটক করা হয়েছে।

এদিকে, বাহরাইনের আল-আমাল ইসলামিক সোসাইটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, আয়াতুল্লাহ ঈসা কাসেমের যে কোন প্রকার ক্ষয়-ক্ষতির জন্য দায়ী থাকবেন বাহরাইনের বাদশা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনর্থক ও উদ্ভট কারণে জনগণের উপর হামলা এবং তাদের রক্ত ঝরানো ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাখ্যাত। একইভাবে আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের উপর হামলার বিষয়টিও অগ্রহণযোগ্য।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন বিজাতীয়দের সহযোগিতার বিষয়ে আশাবাদী বাহরাইন সরকার –এ কথা উল্লেখ করে বিবৃতি বলা হয়েছে: এ সকল দেশ শুধুমাত্র নিজেদের স্বার্থকেই দেখে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আয়াতুল্লাহ ঈসা কাসেমের যে কোন ধরনের ক্ষয়-ক্ষতির জন্য বাহরাইনের বাদশা হামদ বিন ঈসা সরাসরি দায়ী থাকবেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি খুন
মিয়ানমারে ৪ লাখ মানুষের ত্রাণ ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
‘লাদেন নিহত হন নি, ২০০১ সালে তার ...
সৌদি আরবে হামলার ঘটনায় ১২ ...
হুথি আন্দোলনের প্রতি সমর্থন ...
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
শিশুদের রান্না করে খাওয়ানো হল ...
ইয়েমেনে বিমান হামলা: ব্যাপক ...

 
user comment