বাঙ্গালী
Wednesday 24th of April 2024
0
نفر 0

শেইখ যাকযাকির সমর্থকদের মিছিলে পুলিশী হামলা

শেইখ যাকযাকির সমর্থকদের মিছিলে পুলিশী হামলা

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলামি মুভমেন্টের নেতা শাইখ যাকযাকির মুক্তির দাবীতে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারী জনতাকে ছত্রভঙ্গ করতে যুদ্ধে ব্যবহৃত গুলি ব্যবহার করেছে নাইজেরিয়া পুলিশ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার(১৮ এপ্রিল) কাদুনা শহরে শাইখ যাকযাকির সমর্থকদের শান্তিপূর্ণ মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাদুনা শহরের শান্তিপূর্ণ এ মিছিল পণ্ড করতে স্থানীয় কিছু সন্ত্রাসীরা পুলিশকে সহযোগিতা করেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান: মিছিল নিয়ে রাস্তায় শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল শাইখ যাকযাকি’র সমর্থকরা। মিছিলটি বাকিযাওয়া নামক স্থানে পৌঁছুলে ঐ সন্ত্রাসীদের সহযোগিতায় মিছিলে হামলা চালায় পুলিশ এবং শাইখ যাকযাকির সমর্থকদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

ঐ হামলায় একজন নারী আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশের হামলা থেকে জনতাকে বাঁচাতে মিছিল আয়োজনকারীরা দ্রুত মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, শুধুমাত্র কাদুনা শহরেই নয়, শাইখ যাকযাকির সমর্থকরা দেশের কাতসিনা বুচি, গোমাব ও মিনা শহরেও নাইজেরিয়ান এ মুসলিম নেতার মুক্তির দাবীতে শান্তিপূর্ণ মিছিল করেছে।

এদিকে, নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের কর্মকর্তারা পুলিশের এ হামলাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বলেছেন: কয়েক মাস ধরে ইসলামি মুভমেন্টের সদস্যদের উপর হামলার জন্য দাগী সন্ত্রাসীদেরকে ভাড়া করছে পুলিশ।

এ প্রসঙ্গে নাইজেরিয়ার রাজধানী আবুজা’র ফেডারেল আদালত, কয়েক মাস আগে, শাইখ যাকযাকি’র গ্রেপ্তারকে অবৈধ আখ্যায়িত করে তাকে মুক্তির নির্দেশ দেন।

২০১৫ সালের ১৪ ডিসেম্বর নাইজেরিয়া সেনাবাহিনী শাইখ যাকযাকির বাড়িতে হামলা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে এবং তার স্ত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শাইখ যাকযাকির বাসভবনস্থ ইমামবাড়িতে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণরত ব্যক্তিদের উপর ঐ হামলা চালায় দেশটির সেনাবাহিনী। হামলায় সেনারা ৩৪৭ জন শিয়া মুসলিমকে চরম বর্বরতার সাথে নির্মমভাবে হত্যা করে।

আল্লামা যাকযাকিকে আটকের পর তার বিরুদ্ধে কোনরূপ মামলা দায়ের করা ছাড়াই তাকে আটকে রাখা হয়।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নাইজেরিয়ার শিয়াদের উপর সেনাবাহিনীর হামলা এবং তাদের উপর পরিচালিত গণহত্যার নিন্দা জানিয়ে শাইখ যাকযাকিকে অবৈধভাবে আটকে রাখার অধ্যায়ের ইতি টানার দাবী জানিয়েছে।# প্রেসটিভি

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি খুন
মিয়ানমারে ৪ লাখ মানুষের ত্রাণ ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
‘লাদেন নিহত হন নি, ২০০১ সালে তার ...
সৌদি আরবে হামলার ঘটনায় ১২ ...
হুথি আন্দোলনের প্রতি সমর্থন ...
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
শিশুদের রান্না করে খাওয়ানো হল ...
ইয়েমেনে বিমান হামলা: ব্যাপক ...

 
user comment