বাঙ্গালী
Friday 29th of March 2024
0
نفر 0

ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় : ২০০ বেসামরিক লোকের প্রাণহানী

ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চলে চালানো মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ২৩০ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী নিউ মসুল এলাকায় ৩টি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ঐ বাড়িগুলোতে বেসামরিক লোকেরা আশ্রয় নিয়েছিল।

ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে আল-আরাবিয়া নেট জানিয়েছে: মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট কর্তৃক মসুল শহরের পশ্চিমাঞ্চলে পরিচালিত বিমান হামলায় প্রাণ হারিয়েছে ২৩০ জন বেসামরিক লোক। নিহতদের অনেকেই নারী ও শিশু।

সূত্র আরও জানিয়েছে: একটি বাড়িতে আশ্রয় গ্রহণকারী ১৩০ জন বেসামরিক লোকের লাশ ইতিমধ্যে ধ্বংসস্তুপ থেকে বের করা হয়েছে।

সূত্রের সংযোজন: নিহতদের মধ্যে ১০০ নারী ও শিশু রয়েছে। ধ্বংসস্তুপ থেকে লাশ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে বাগদাদ থেকে রয়টার্স জানিয়েছে: ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ও স্থানীয় জনগণ গত বৃহস্পতিবার জানিয়েছে, কয়েকদিন আগে মসুলের পশ্চিম এলাকাকে লক্ষ্য করে আন্তর্জাতিক জোটের চালানো বিমান হামলায় নিহত বেসামরিক লোকদের লাশ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ও স্থানীয় জনগণ আরও জানিয়েছে: জোট বাহিনী, দায়েশ সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ঐ হামলায় বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হলে মসুলের জনবহুল এলাকায় অবস্থিত কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জেনারেল ‘মুহাম্মাদ আল-জাওয়ারি’ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা নিউ মসুল এলাকায় ‘আর-রাহমাহ’ হাসপাতালের পার্শ্ববর্তী ভবনের ধ্বংসস্তুপ থেকে নিহতদের বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও নিহতদের সংখ্যার বিষয়ে পরস্পর বিরোধী বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়েছে। কিন্তু আল-জাওয়ারি’র উদ্ধৃতি দিয়ে আল-মওসিলিয়াহ’ চ্যানেল জানিয়েছে, উদ্ধারকর্মীরা এ নাগাদ ধ্বংসস্তুপ থেকে ৪০টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অবশ্য অপর এক ইরাকি কর্মকর্তা জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ১৩৭ জন নিহত হয়েছে এবং নিহতদের অনেকেরে লাশ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সিরিয়ায় দায়েশ অবস্থানে ...
কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ
সৌদি নেতারা হতভম্ব হবে: ...
ইরানের সিস্তান-বালুচিস্তান থেকে ...
অপহৃত স্কুলছাত্রীদের ফিরে ...
শিমারের বাধায় যুদ্ধ ঠেকানোর ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে ...
চট্টগ্রামে ইরান বিপ্লবের ৩৮তম ...
সংশয়, সমন্বয়হীনতা আর স্ববিরোধের ...

 
user comment