বাঙ্গালী
Thursday 28th of March 2024
0
نفر 0

অনতি বিলম্বে শেইখ যাকযাকির মুক্তির দাবী এ্যামনেস্টির

অনতি বিলম্বে শেইখ যাকযাকির মুক্তির দাবী এ্যামনেস্টির

আবনা ডেস্ক: এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া শাখার অস্থায়ী চেয়ারম্যান মাকমিদ কামারা গতকাল (সোমবার, ১৬ জানুয়ারি) বলেছেন: তাদের মুক্তির দেয়ার জন্য যে ৪৫ দিন সময় বেধে দেয়া হয়েছিল তা শেষ হচ্ছে আজ। যদি সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে অগ্রাহ্য করে তবে এটা হবে সুস্পষ্ট আইন লঙ্ঘন।
যাকযাকিকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন: হয়তবা ২০১৫ সালের ডিসেম্বর মাসে যারিয়া শহরে সেনাবাহিনী যে শিয়াদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়েছিল তা ঢাকতে এ পদক্ষেপ গৃহীত হচ্ছে।
এ্যামনেস্টির এ কর্মকর্তার ভাষ্যমতে, যারিয়া অঞ্চলে শিয়াদের উপর নাইজেরিয় সেনাবাহিনীর হামলায় শত শত ব্যক্তি প্রাণ হারায়।
গত ২ ডিসেম্বর এদেশের প্রখ্যাত শিয়া নেতা ও তার স্ত্রীকে মুক্তি দানের বিষয়ে আবুজা’র ফেডারেল সুপ্রিম কোর্ট রায় প্রদান করে।
শেইখ যাকযাকি ও তার স্ত্রীকে আটকে রাখার বিষয়টিকে অবৈধ ঘোষণা দিয়ে প্রদত্ত রায়ে তাদের নিঃশর্ত মুক্তির নির্দেশ দেয়া হয়েছিল। অথচ এখনো বিনা কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী দাবী করেছিল যে, যাকযাকিকে তার নিরাপত্তার কারণে আটকে রাখা হয়েছে।# প্রেসটিভি

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ
সৌদি নেতারা হতভম্ব হবে: ...
ইরানের সিস্তান-বালুচিস্তান থেকে ...
অপহৃত স্কুলছাত্রীদের ফিরে ...
শিমারের বাধায় যুদ্ধ ঠেকানোর ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে ...
চট্টগ্রামে ইরান বিপ্লবের ৩৮তম ...
সংশয়, সমন্বয়হীনতা আর স্ববিরোধের ...
কেন সিরিয়ার ধ্বংস চায় ইসরাইল, ...

 
user comment