বাঙ্গালী
Saturday 20th of April 2024
0
نفر 0

সৈয়দ মাকসুদ আলী’র ইন্তিকালে মাজমা’র শোক প্রকাশ

সৈয়দ মাকসুদ আলী’র ইন্তিকালে মাজমা’র শোক প্রকাশ

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মাকসুদ আলী রাজাভি’র ইন্তিকালে শোক প্রকাশ করেছে সংস্থাটি।

শোকবার্তা

بسم الله الرحمن الرحیم

اذا مات المؤمن الفقیه ثلم فی الاسلام ثلمة لایسدها شیء.

বিশিষ্ট আলেম ও ফকীহ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মাকসুদ আলী রাজাভির ইন্তিকালে আমরা অত্যন্ত মর্মাহত; আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক।

সম্মানিত এ আলেম কাশ্মির অঞ্চলের ধর্মীয় শিক্ষা ও ইলমি অঙ্গনে ছিলেন সনামধন্য আলেমদের একজন। তিনি তার জীবনের বরকতময় সময়গুলো কাশ্মিরের নির্যাতিত জনগণের সেবায় ব্যয় করেছে।

তিনি নাজাফে আশরাফ ও কোম শহরে ধর্মীয় শিক্ষা সমাপ্ত করেন। এরপর কাশ্মিরে হাওযা-এ ইলমিয়া-এ ইমাম রেজা (আ.) প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারের লক্ষ্যে মুবাল্লিগ প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।

মরহুম সৈয়দ মাকসুদ আলী রাজাভি দীর্ঘ বছর ধরে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর সাধারণ পরিষদের সদস্য হিসেবে বিশ্বের শিয়া মুসলমানদের সাংস্কৃতিক, সামাজিক ও চিন্তাগত দিকে উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশিষ্ট এ আলেমের বিয়োগে আমরা হযরত ইমাম যামানা (আ.) এর সমীপে সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, মারজায়ে তাকলীদগণ, কাশ্মিরের হাওযা ইলমিয়া’র আলেম সমাজ, তার পরিবার-পরিজন –বিশেষভাবে ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আওহাদি’সহ তার অপর দুই সন্তানের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে তাঁর জন্য সুউচ্চ মর্যাদা এবং তার পরিবার-পরিজনদের জন্য ধৈর্য কামনা করছি।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)

বলাবাহুল্য, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার এ সদস্য গতকাল (বুধবার ২৮ ডিসেম্বর) ইরানের কোম শহরের ‘ওয়ালি আসর (আ.)’ হাসপাতালে ইন্তিকাল করেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
শিশুদের রান্না করে খাওয়ানো হল ...
ইয়েমেনে বিমান হামলা: ব্যাপক ...
সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তাই ...
পরনিন্দা ও তওবা
নাম বদলে নুসরা ফ্রন্টের ...
বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ ; ১৮৭ ...
হযরত ফাতেমা (আ.)-এর শাহাদাত ...
তহবিল সংগ্রহে মানব-অঙ্গ পাচার ...
তুরস্কের নাইট ক্লাবে ...

 
user comment