বাঙ্গালী
Thursday 25th of April 2024
0
نفر 0

পবিত্র গাদীর দিবসের মুস্তাহাব আমলসমূহ

বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: মহানবী (স.) ১০ম হিজরীর এ দিনে বিদায় হজ্জ থেকে ফেরার পথে নিজের স্থলাভিষিক্ত নির্ধারণ করেছিলেন এ কারণে মুসলমানদে
পবিত্র গাদীর দিবসের মুস্তাহাব আমলসমূহ

বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: মহানবী (স.) ১০ম হিজরীর এ দিনে বিদায় হজ্জ থেকে ফেরার পথে নিজের স্থলাভিষিক্ত নির্ধারণ করেছিলেন এ কারণে মুসলমানদের জন্য এ দিনটি অন্যান্য ঈদ অপেক্ষা কম গুরুত্ববহ নয়। বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়াতের মাধ্যমে আমাদের হস্তগত হয়েছে সেগুলো নিম্নে উল্লেখ করা হল:

(১) রোজা রাখা; যা ৬০ বছরের গুনাহের কাফফারা’র সমতুল্য।

(২) গোসল করা।

(৩) যেয়ারতে আমিরুল মু’মিনীন (আ.) পাঠ করা।

(৪) দুই রাকাত নামায আদায় করা। নামাযের নিয়ম: মুস্তাহাব হল গাদীরের দিনে যোহরের পূর্বে দুই রাকাত নামায আদায় করা। উভয় রাকাতেই সূরা হামদের পর ১০ বার করে সুরা তাওহিদ (ইখলাস), সূরা ক্বদর ও আয়াতুল কুরসী পাঠ করা।

(৫) দোয়ায়ে নুদবাহ পাঠ করা।

(৬) মু’মিন ভাইদের সাথে সাক্ষাতের সময় নিম্নোক্ত দোয়া পাঠ করা:

আলহামদু লিল্লাহিললাযী জায়ালানা মিনাল মুতামাসসিকীনা বিবিলায়াতি আমিরিল মু’মিনীন ওয়াল আইম্মাতি আলাইহিমুস সালাম। (অর্থাৎ প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে বেলায়েতে আলী ইবনে আবি তালিব ও নিষ্পাপ ইমামগণ (আলাইহিমুস সালাম) এর অনুসারীদের অন্তর্ভুক্ত করেছেন।

(৭) সুন্দর পোশাক পরিধান করা।

(৮) নিজে আনন্দিত থাকা এবং অপরকে আনন্দিত করা।

(৯) অন্যকে ক্ষমা করে দেয়া।

(১০) প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাক্ষাতে যাওয়া ও তাদের খোঁজ খবর নেয়া।

(১১) উপহার দেয়া।

(১২) মানুষের সমস্যাদি দূর করা।

(১৩) মু’মিন ভাই ও বন্ধুদের সাথে সাক্ষাত করা।

(১৪) মহানবী (স.) এবং তাঁর বংশধর (আলাইহিমুস সালাম)-এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাওয়াত পাঠ করা।

(১৫) সুগন্ধী ব্যবহার করা।

(১৬) সদকা দেয়া।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মা সম্পর্কিত কতিপয় হাদিস
খাঁটি ইসলামের সঙ্গে কুফরি শক্তির ...
যশোরে ইমাম বাকির (আ.) এর ...
ড্রোন ভূপাতিত করে সৌদি হামলার ...
৪৭২ কন্যার গর্বিত পিতা যিনি
মাদাগাস্কারে মিলাদুন্নাবি (স.) ...
বিশ্বশক্তি চায় খণ্ড খণ্ড সিরিয়া
ইরান দুর্বল হলে বাড়বে আঞ্চলিক ...
এবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের ...
ইমাম মাহদী (আ.)-এর জীবনের ...

 
user comment