বাঙ্গালী
Saturday 20th of April 2024
0
نفر 0

সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তাই গড়েছেন আইএসআইএল

২০ এপ্রিল (রেডিও তেহরান): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তৈরিতে কৌশলগত প্রধানের ভূমিকা পালন করেছেন ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তা সামির আবু মোহাম্মদ আল-খালিফাভি। জার্মান সাময়িকী ডার স্পাইগেল’এর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইএসআইএল’এর নীলনকশা নিজ হাতে তৈরি করেছেন সামির।
সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তাই গড়েছেন আইএসআইএল

 

২০ এপ্রিল (রেডিও তেহরান): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তৈরিতে কৌশলগত প্রধানের ভূমিকা পালন করেছেন ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তা সামির আবু মোহাম্মদ আল-খালিফাভি। জার্মান সাময়িকী ডার স্পাইগেল’এর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইএসআইএল’এর নীলনকশা নিজ হাতে তৈরি করেছেন সামির।

 
 
 
সিরিয়ার উত্তরাঞ্চল দখলের গোপন পরিকল্পনা খতিয়ে দেখেছেন এ সাবেক কর্নেল। এতে নজরদারি, অপহরণ এবং হত্যাকাণ্ড চালানোর বিষয়ে বিস্তারিত বিবরণ ছিল। সামির আবু মোহাম্মদ আল-খালিফাভি অনেক বছর ধরেই গোপনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।
 
 
 
২০১৪ সালে এক সংঘর্ষে নিহত হয়েছেন সামির এবং তার গোপন নথিপত্রের ভিত্তিতে এ খবর দিয়েছে জার্মান সাময়িকী। তার গোপন নথিপত্রে দেখা গেছে, পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা স্টাসির মতো করেই গড়ে তোলা হয়েছে আইএসআইএল’এর কাঠামো।
 
 
 
এ সব নথিপত্র থেকে দেখা যায়, ধর্মীয় রূপ দেয়ার জন্য ২০১০ সালে আবু বকর আল-বাগদাদিকে আইএসআইএল’এর নেতা হিসেবে নিয়োগ দেন সামির। সে সময় ইরাকের অনেক সাবেক গোয়েন্দা কর্মকর্তাকেও নিয়োগ দেয়া হয়।
 
 
 
এ ছাড়া, সৌদি আরব, তিউনিশিয়া ও ইউরোপ থেকে জঙ্গিদের জড়ো করার কাজ সরাসরি নজরদারি করেছেন তিনি। চেচনিয়া এবং উজবেকিস্তানের সাবেক সেনাদেরও সমাবেশ ঘটিয়েছেন সামির। এদের দিয়ে সিরিয়ার উত্তরাঞ্চল দখলের পরিকল্পনাও তার নজরদারিতেই বাস্তবায়িত হয়েছে।# 

 

 

 

 

 

source : abna
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সৌদি আরবে হামলার ঘটনায় ১২ ...
হুথি আন্দোলনের প্রতি সমর্থন ...
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
শিশুদের রান্না করে খাওয়ানো হল ...
ইয়েমেনে বিমান হামলা: ব্যাপক ...
সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তাই ...
পরনিন্দা ও তওবা
নাম বদলে নুসরা ফ্রন্টের ...
বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ ; ১৮৭ ...

 
user comment