বাঙ্গালী
Tuesday 16th of April 2024
0
نفر 0

নেয়ামতের হাত ছড়া হওয়ার কারন

নেয়ামতের হাত ছড়া হওয়ার কারন

লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান  

কুরআন মজিদের পরিস্কার আয়াত আছে , সূরা ইসরা আয়াত নং ৮৩ , কেসাস আয়াত নং ৭৬ – ৭৯ পর্যন্ত , আল ফজর আয়াত নং ১৭ – ২০ পর্যন্ত এবং লাইল আয়াত নং ৮ – ১০ পর্যন্ত ব্যবহার হয় যা নিম্নের কাজ সমূহর  কারনে নেয়ামত শেষ হয়ে যায় , ও দারিদ্র্য ও অভাব , জীবনযাত্রার টানাটানি ও হীনতা ও অপমান হওয়াঃ

নেয়ামতে ডুবে যাওয়া , গাফলতি করা , নেয়ামত দানকারীকে ভুলে যাওয়া , এক কোথায় হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আল্লাহ্‌র নির্দেশকে অমান্য করা এবং তার প্রতি অহংকার করা আল্লাহ্‌র ও কুরআন, নবুয়াত ও ইমামতের বরাবরে নিষ্ঠুর ভাবে রুখে দারানো এর অর্থ নিম্নে আয়াত দ্বারা ব্যাবহার হয়ঃ 

« وَ إِذا أَنْعَمْنا عَلَى الْإِنْسانِ أَعْرَضَ وَ نَأى بِجانِبِهِ وَ إِذا مَسَّهُ الشَّرُّ كانَ يَؤُسا [1]»

নেয়ামতের প্রতি অহংকার করা , সম্পদ দ্বারা আনন্দ ও উল্লাস করা , এবং নেয়ামতকে সঠিক পথে ব্যয় করে আখেরাতের আমলকে বৃদ্ধি করায় গাফলতি করা , নেকী এবং এহসান করায় কৃপণতা করা , নেয়ামতের সাহায্য পাপ ও অত্যাচার করা , জ্ঞান ও দূরদৃষ্টি আর ধোঁকার মাধ্যমে নেয়ামতকে অর্জন করার চিন্তা ভাবনা করা , মানুষের সামনে ধনসম্পদ ও অলঙ্কারের গৌরব করা এই সমস্ত কাজ ও বিষয়াদি সূরা কেসাসের ৭৬ থেকে ৮৩ নং আয়াত পর্যন্ত ব্যাবহার হয়।



[1] - সূরা ইসরা আয়াত নং ৮৩

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

শিয়া-সুন্নি বিরোধ কেন? শিয়ারা কি ...
কোরআন এবং বিজ্ঞান
মুয়াবিয়ার সঙ্গে হাসান (আ)'র ...
কারবালা যুদ্ধের নায়কদের করুণ ...
ইরান পরমাণু বোমা বানাতে চাইলে ...
ইমাম হাসান আসকারী (আ.) এর জন্ম ...
কে হযরত আলী (আ.) কে শহীদ করেছে? তার ...
বিভিন্ন ফিকাহর দৃষ্টিতে যাকাতুল ...
আল্লাহর জন্য ভ্রাতৃত্ব
বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী : ...

 
user comment